Municipal Election 2022: মানুষের মতের মূল্য নেই, ভোট নিয়ে পরস্পরের ঘাড়ে দায় ঠেলছে রাজ্য-কমিশন: সুজন | Bangla News

Continues below advertisement

পুরভোট পিছিয়ে দেওয়া মামলার শুনানি। কে সিদ্ধান্ত নিতে পারবে ভোট পিছিয়ে দেওয়ার? রাজ্য বলছে দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর কমিশনের এক্তিয়ার। কমিশন বলছে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে হবে। একে অন্যের কোর্টে বল ঠেলছে। রাজ্য অবস্থান পরিষ্কার করুক তারা নির্বাচন চায় কি চায় না, প্রশ্ন প্রধান বিচারপতির। এই ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) কটাক্ষের সুরে বলেন, "নির্বাচন কমিশন বলছে রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য আবার বলছে দায়িত্বটা নির্বাচন কমিশনের। যে মানুষগুলো ভোটার, তাদের মতের কোনও মূল্য নেই? সরকারের কাছে মনোভাব স্পষ্ট যে তারা ভোট চায় না, বরং মানুষ ভোট দিতে না আসলেই ছাপ্পা মারতে সুবিধা হবে। নির্বাচন কমিশনকে দরকার এই লুঠে শিলমোহর দেওয়ার জন্য।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram