Municipal Election: বাকি পুরসভায় ভোট-সমস্যার সমাধান হলেও এখন অস্পষ্ট হাওড়া পুরসভার ভোট-ছবি | Bangla News

Continues below advertisement

৪ কর্পোরেশনের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। বিধাননগর (Bidhannagar), শিলিগুড়ি (Siliguri), আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar)- এই ৪ কর্পোরেশনে ভোট হবে আগামী ২২ জানুয়ারি। ২৫ জানুয়ারি হবে ভোটগণনা। বিল নিয়ে জটিলতার জন্য ঘোষণা হয়নি হাওড়া কর্পোরেশনের (Howrah) ভোটের তারিখ। মঙ্গলবার এই ৪ কর্পোরেশনের ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে কমিশনের তরফে। মঙ্গলবার থেকেই শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। মনোনয়নপত্র জমা নেওয়ার শেষদিন ৩ জানুয়ারি। এই ৪ কর্পোরেশনের মধ্যে সবথেকে বেশি ভোটার আসানসোলে। এখানে ভোটার সংখ্যা ৯ লক্ষ ৪২ হাজার ৮৮ জন। বিধাননগরে ভোটার সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৬৪০ জন। শিলিগুড়িতে ভোটার ৪ লক্ষ ২ হাজার ৮৯৫। চন্দননগরে ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৮৩৯ জন।

চারটি কর্পোরেশনের ভোটে নির্ঘণ্ট ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। কিন্তু হাওড়া পুরসভার সংশোধনী বিল নিয়ে জটিলতা এখনও কাটল না। আপাতত হাওড়া কর্পোরেশনের ভোটও ঘোষণা হল না। সম্প্রতি হাওড়া কর্পোরেশন থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা গঠন করা হয়েছে।  

বিধাননগর, আসানসোল, চন্দননগরের পাশাপাশি ২২ জানুয়ারি ভোট হবে শিলিগুড়ি পুরসভাতেও (Siliguri Municipal Corporation)। সোমবার থেকে জারি হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। কিন্তু তার আগে নতুন বিতর্ক উত্তরবঙ্গের এই পুরসভায়। সোমবার পুরসভায় এসে প্রশাসক গৌতম দেবের (Goutam Deb) সঙ্গে দেখা করেন সদ্য তৃণমূলে যোগদানকারী জিটিএ-র প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাঙ্গ (Binay Tamang) ও রহিত শর্মা।

কুলতলির (Kultali) বাঘকে এখনও ধরা যায়নি। গ্রামবাসীদের দাবি, রাতে জঙ্গল থেকে বাঘের গর্জন শোনা যায়। এমনকি নাইলনের জাল ছেঁড়ারও চেষ্টা করে রয়্যাল বেঙ্গল। বাঘ এখনও ধরা না পড়ায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।

এদিকে, মুর্শিদাবাদের শক্তিপুরে নৌকা থেকে পড়ে ভাগীরথীতে তলিয়ে গেল গাড়ি। মৃত্যু হল রোগিণীর। বহরমপুর থেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন ওই মহিলা। চালক ও গাড়ি উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram