Municipal Recruitment Scam: দক্ষিণ দমদম পুরসভায় একই দিনে বিজ্ঞপ্তি জারি ও নিয়োগ ! CBI-র চার্জশিটে পাঁচুগোপালের নাম

Continues below advertisement

 Municipal Recruitment Scam: পুর নিয়োগ মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই। সূত্রের খবর, তাতে অয়ন শীল এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুগোপাল রায়ের নাম রয়েছে। সিবিআই সূত্রে দাবি, করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় একইদিনে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই দিনেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে চাকরি হয়েছিল ২৯ জনের। কিন্তু কার নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদে তার কোনও সদুত্তর দিতে পারেননি প্রাক্তন চেয়ারম্যান। কাগজপত্র না দেখে কিছুই বলতে পারব না, প্রতিক্রিয়ায় জানালেন পাঁচুগোপাল রায়। যে দিন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোল, সেদিনই হয়ে গেল নিয়োগের প্রক্রিয়া! আরও চমকে দেওয়ার মতো তথ্য হল, সেই একইদিনে ইস্যু করে দেওয়া হল অ্যাপয়েন্টমেন্ট লেটার আর ওই একদিনেই, চাকরিতে যোগও দিয়ে দিলেন চাকরিপ্রার্থীরা! নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম চার্জশিট দিয়ে, এমনই বিস্ফোরক দাবি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায়, এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল, একজন-দু'জনের নয়, ২৯ জনের। একই দিনে বিজ্ঞপ্তি, নিয়োগের চিঠি ও কাজে যোগ, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে দাবি CBI-এর। দক্ষিণ দমদম পুরসভা প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা পাঁচুগোপাল রায় বলেন, আসলে আমার এতদিন বাদে কিছু মনে নেই। বলতে পারব না। কাগজপত্র না দেখে আমি কিছুই বলতে পারব না।এরকমটা হলে হওয়া উচিত নয়, এটুকু বলতে পারি। কিন্তু কাগজপত্র না দেখে আমি কিছু বলতে পারব না। প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলার তদন্তে ধৃত, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে প্রোমোটার অয়ন শীলের নাম সামনে আসে। ABP Ananda LIVE
 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram