Murder Attempt: শিয়ালদা এলাকায় দাদাকে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। Bangla News

Continues below advertisement

শিয়ালদা ডিমপট্টিতে দুই ভাইয়ের বচসা। দাদাকে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত বছর চৌত্রিশের অনির্বাণ খাসনবিশ পেশায় গ্রামীণ ব্যাঙ্কের কর্মী। অভিযুক্তকে আটক করেছে মুচিপাড়া থানার পুলিশ। আক্রান্ত ব্যাঙ্ক কর্মীকে এনআরএসে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর তিনি বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর। 

পরিবার সূত্রে খবর, ছোট ছেলে সায়কের সঙ্গে সম্পত্তি নিয়ে খাসনবিশ পরিবারের বিবাদ চলছিল। অভিযোগ, বছর আঠাশের ওই যুবক গতকাল বাবাকে মারধর করেন। খবর পেয়ে সকালে বাড়িতে আসেন বিবাহিত দিদি। অভিযোগ, বিবাদ চলাকালীন দিদির ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান সায়ক। এরপর দাদার ওপর চড়াও হন। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন ওই ব্যাঙ্ক কর্মী। চিত্কারে ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন প্রতিবেশীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram