Murshidabad News: ওয়াকফ বিক্ষোভের নামে হিংসা ছারখার ছারখার করে দিয়েছে সংসার, থানার সামনে ভিড় | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মুর্শিদাবাদে ওয়াকফ বিক্ষোভের নামে হিংসা, অনেকের সংসার ছারখার ছারখার করে দিয়েছে। পয়লা বৈশাখের দিনে সেরকম বহু মানুষের ভিড় দেখা গেল থানার সামনে। সামশেরগঞ্জ থানায় যখন রাজ্যের ডিজি, এডিজি দক্ষিণবঙ্গ, জেলার পুলিশ সুপার-সহ শীর্ষকর্তারা বৈঠকে বসেছেন, তখনই বাইরে দেখা গেল এদের! 

আরও খবর..

 ওয়াকফ অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদ। তিনজনের মৃত্যু হয়েছে। আহত বহু। অশান্তির ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন অধীর চৌধুরী। একইসঙ্গে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এদিন মুখ্যমন্ত্রীকে নিশানাও করেন কংগ্রেস নেতা।

হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, "ধুলিয়ান, সামশেরগঞ্জের ঘটনা বাইরে থেকে যা দেখা যাচ্ছে, তার থেকে অনেক গভীর। অনেক মানুষ সেখানে আহত হয়েছেন। তার তথ্য দিচ্ছে না প্রশাসন, সরকার। আমি আজ হাসপাতালে এসেছিলাম অনেক খোঁজ পেয়ে। সেখানে সামশেরগঞ্জের ঘটনায় গুলি খাওয়া তিনজনকে দেখলাম। একজনের ১১ থেকে ১২ বছর বয়স। বাচ্চা ছেলে। তার ডানদিকের কিডনিটা বাদ হয়ে গেছে অলরেডি। তাকে দেখা যাচ্ছে না। সে বসতে পারছে না, শুতে পারছে না, দাঁড়াতে পারছে না। শুধু কাঁদছে। আর দুজনের মধ্যে একজনের গুলি বের হয়েছে। আর একজনের হয়নি। ডাক্তাররা বলছেন, গুলি বের হতে সময় লাগবে। অল্প বয়সি ছেলে। তার মধ্যে একটা ছেলে আবার বলছে আমি মায়ের ওষুধ আনতে গিয়েছিলাম দোকানে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola