Abhishek Banerjee :দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন : অভিষেক

Continues below advertisement

ABP Ananda LIVE : আমি সকলকেই আপনাদের ধন্যবাদ জানাই। যারা আজকে আমাদের এই রোড শো-তে অংশগ্রহণ করেছেন, পায়ে পা মিলিয়েছেন, ছাত্র, যুব, সবাইকে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে এবং যে উৎসাহ-উদ্দীপনার সাক্ষী আজকে বহরমপুর শহর থাকল, এটা পরিষ্কার যে বহরমপুর থেকে তৃণমূলের জেতা, এই আসন থেকে তৃণমূলের জেতা শুধু এবার সময়ের অপেক্ষা। আমি প্রথমেই মুর্শিদাবাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই।

আজকে আমার সভায় আসার আগে বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই। গতকালও হয়েছে। পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই। দু দিন, তিন দিন পরে করলে হবে। অনেকে আসতে পারবে না। বেলডাঙ্গায় অনেক গাড়ি আটকে থাকবে।,' মুর্শিদাবাদের সভা থেকে বললেন অভিষেক

তিনি আরও বলেন, 'একটা সংবাদমাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী, তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না। কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নিই, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, ২০১৯ সালে সেই বিজেপির প্রার্থী ছিল। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? বিজেপির সাথে কার যোগাযোগ? কার যোগাযোগ? তার প্রকৃত স্বরূপ খুব শিগগিরই জনসমক্ষে আসবে। অপেক্ষা করুন। তার আসল চেহারাটা খুব তাড়াতাড়ি জনগণের কাছে আসবে। আমি মুর্শিদাবাদের ভাইদের, আমার সমবয়সী যারা, আমার থেকে ছোট যারা, আমার থেকে বড় যারা, অগ্রজ, অনুজ, আমি সকলকে অনুরোধ করব, এলাকার শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রাখবেন। কোনোভাবে বিজেপিকে অক্সিজেন দেওয়া যাবে না।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola