Murshidabad News: সাতসকালে মুর্শিদাবাদে সুতিতে শ্যুটআউট, দোকানে ঢুকে এক ক্রেতার উপরে হামলা | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: সাতসকালে মুর্শিদাবাদে সুতিতে শ্যুটআউট । হার্ডওয়ারের দোকানে ঢুকে এক ক্রেতার উপরে হামলা । লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল দোকান মালিকের বাবার । ঘটনার পর এলাকায় মানুষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়
আরও খবর..
মুর্শিদাবাদের বড়ঞায় দলের বিজয়া সম্মিলনীতে গরহাজির জীবনকৃষ্ণ সাহা। তাঁকে ডাকাই হয়নি বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। শুধুমাত্র কাগজে সই-সাবুদে সীমাবদ্ধ বিধায়কের ক্ষমতা, দলের কাজে ব্যবহার না করার নির্দেশ রয়েছে, প্রকাশ্যে জানাল তৃণমূল জেলা নেতৃত্ব। বিরোধীদের কটাক্ষ, নেপথ্যে গোষ্ঠীকোন্দল।
৮০ দিন পার, এখনও মেলেনি বিচার। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তদন্তে গতি আনতে CBI-এর ওপর চাপ বাড়াতে CGO অভিযান, দাবি আন্দোলনকারীদের। সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।
Continues below advertisement