Murshidabad: চাকরি কেনার অভিযোগে ধৃত ৪ শিক্ষককে জামিন

Continues below advertisement

চাকরি কেনার অভিযোগে ধৃত মুর্শিদাবাদের ৪ শিক্ষককে জামিন দিল আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত। এ দিন আদালতে পেশ করা হয় সায়গর হোসেন, সীমার হোসেন, জাহিরুদ্দিন শেখ ও সৌগত মন্ডল। এর আগে সিবিআই চার্জশিটে সাক্ষী হিসেবে এই চারজনের নাম উল্লেখ করা হয়। এই নিয়ে আদালতে ভর্ৎসনার মুখেও পড়ে কেন্দ্রীয় এজেন্সি। এর পরই ৭ অগাস্ট, আলিপুরের সিবিআই আদালতের নির্দেশে মুর্শিদাবাদ থেকে ডেকে এনে এই ৪ শিক্ষককে গ্রেফতার করা হয়। জেলবন্দি ওই চার শিক্ষককে ১২ দিনের হেফাজত শেষে আজ আদালতে তোলা হলে তদন্তে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। এরপরই ওই চার শিক্ষকের জামিন মঞ্জুর করেন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram