Murshidabad News: চিকিৎসা বিভ্রাটে জর্জরিত রোগীরা, কী অবস্থা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ?
ABP Ananda Live: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সকালে আউটডোর খোলা, টিকিট দেওয়া শুরু হয়েছে, কিন্তু চিকিৎসক অমিল। চিকিৎসক না থাকলে, টিকিট দেওয়া হল কেন, প্রশ্ন তুলছেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা।
আরও খবর, রাজ্যজুড়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ডাকা কর্মবিরতির জেরে প্রভাব পড়ল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর পরিষেবায়। সকাল থেকে বন্ধ টিকিট কাউন্টার। অস্ত্রোপচারের জন্য ডেট নিতে এসে আউটডোর বন্ধ থাকায়, ফিরে যেতে হয় রোগীদের। এর পাশাপাশি চলছে জুনিয়র চিকিৎসক ও নার্সিং পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ ও কর্মবিরতি।আর জি কর হাসপাতালের সেমিনার হলের উল্টোদিকের ঘর ভাঙা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ। 'তদন্তভার CBI-কে দেওয়া হয়েছে, তারা জানে কী করতে হবে। দেওয়াল ভাঙার অভিযোগ CBI-কে জানান।এই মুহূর্তে আলাদা করে আবেদনপত্র দাখিল করার প্রয়োজন নেই। সেরকম পরিস্থিতি হলে সোমবার আবেদন দাখিল করবেন', মন্তব্য প্রধান বিচারপতির।