Suvendu Adhikari: মুর্শিদাবাদ-বিস্ফোরণে এনআইএ চেয়ে পোস্ট বিরোধী দলনেতার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'আহত ফরিদ শেখ মুর্শিদাবাদের পুরসভার চেয়ারম্যানের ঘনিষ্ঠ' । 'সন্ত্রাসে মদত দিচ্ছেন তৃণমূল নেতারা' । মুর্শিদাবাদ বাংলাদেশি জঙ্গিদের আস্তানা' । মুর্শিদাবাদ-বিস্ফোরণে এনআইএ চেয়ে পোস্ট বিরোধী দলনেতার

আরও খবর....

আর জি কর-কাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন। 'রাতে একসঙ্গে খাওয়াদাওয়া, কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে কেন জিজ্ঞাসাবাদ নয়?' 'সেই রাতে যে ৪ ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া, তাদের কেন হেফাজতে নিয়ে জেরা নয়?' 'কোথায় খাওয়াদাওয়া হল? যে কন্টেনারে ডেলিভারি, সেটা কোথায়?' 'কেন তড়িঘড়ি সেমিনার রুমের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল?' 'তড়িঘড়ি ক্রাইম সিনের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল, তার তদন্ত কোথায়?' পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে শিয়ালদা কোর্টে পরিবার। কোন কারণে FIR-এ দেরি? তা নিয়েও তদন্ত হয়নি বলে অভিযোগ। দেহ সৎকারে তাড়াহুড়ো নিয়ে তদন্ত হয়নি বলে অভিযোগ পরিবারের। কেন পরিবারকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? প্রশ্ন পরিবারের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram