Post Poll Violence: অব্যাহত ভোট পরবর্তী হিংসা, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গুলিতে খুন তৃণমূল কর্মী | ABP Ananda LIVE
ভোটের পরেও অব্যাহত হিংসা। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। গতকাল মধ্যরাতে দুই সঙ্গীর সঙ্গে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, মাঠের মধ্যে বাইক দাঁড় করিয়ে তৃণমূল কর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দেয় কয়েকজন দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল কর্মী সনাতন ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তৃণমূলের অভিযোগ খুনের নেপথ্যে বিজেপির হাত রয়েছে, অভিযোগ অস্বীকার বিজেপির।
ভোট মিটতেই মালদার মানিকচকে খুন হলেন কংগ্রেস কর্মী। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার করেছে শাসকদল। গত পঞ্চায়েত ভোটের দিন একই এলাকায় খুন হয়েছিলেন তৃণমূল কর্মী। সেইসময় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বদলা নিতেই খুন? উঠছে প্রশ্ন। প্রতিবাদে কংগ্রেসের মানিকচক থানা ঘেরাও ঘিরে উত্তেজনা ছড়াল।
ভোট মিটতেই কসবায় চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। রাজডাঙার পর এবার ইন্দু পার্ক এলাকা। ফের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়ালেন। রাতে বোমাবাজি-গুলি চলারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল। পুলিশের সামনেই এক মহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই তৃণমূল কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।