Suvendu Adhikari: মন্ত্রী হচ্ছেন সুকান্ত, কে পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি? কী প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর? | ABP Ananda LIVE

Continues below advertisement

বাংলা পেল দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মন্ত্রী হচ্ছেন সুকান্ত, কে পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি? কী প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর?

টানা ৩ বারের জন্য় প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গেই শপথগ্রহণ করলেন আরও ৭১ জন মন্ত্রী। বাংলা থেকে প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। আজ বিকেলে তৃতীয় মোদি-মন্ত্রিসভার প্রথম বৈঠক হতে পারে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। ফলে, বিজেপির 'এক ব্যক্তি এক পদ নীতি মেনে, তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। সুকান্ত মজুমদারের জায়গায়, কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি? এনিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের দিনই জমমু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ১০ জন পুণ্য়ার্থীর মৃত্য়ু হল। আহত অন্তত ৩৩ জন। রিয়াসি জেলায় একটি পুণ্য়ার্থী বোঝাই বাসে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, শিবখড়ি মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল পুণ্য়ার্থী বোঝাই বাসটি। আচমকা বাস লক্ষ্য় করে গুলি চালাতে শুরু করে একদল জঙ্গি। এক্স হ্য়ান্ডল পোস্টে এই হামলার নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও ওমর আবদুল্লা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিষয়টিতে দ্রুত তদন্তের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হামলাকারীদের কাউকে ছাড়া হবে না, বলে কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram