Nabanna Abhijaan Update: নবান্ন অভিযানে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে নিগ্রহের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ
Continues below advertisement
বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে নিগ্রহের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ। বড়বাজারে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় দায়ের হয়েছে আলাদা এফআইআর। নবান্ন অভিযানে আক্রান্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাত ভেঙে এসএসকেএম হাসপাতালে ভর্তি। তাঁকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। খুনের চেষ্টা ছাড়াও পুলিশকে মারধর-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে, সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে চিহ্নিত করে গতকাল রাতে বেলেঘাটা, শিয়ালদা ও বাইপাসের ধারে রাতভর তল্লাশি চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারধর ও পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় সরাসরি যুক্ত বলে পুলিশের দাবি।
Continues below advertisement
Tags :
Nabanna Police Bangla News Bengali News TMC BJP ABP Ananda News Update ABP Live Nabannya Update