Nabanna Abhijan: নবান্ন অভিযান ঘিরে দিকে দিকে তুলকালাম, কী অবস্থা ইডেন গার্ডেন্সের ?

Continues below advertisement

ABP Ananda Live: ধর্মতলা থেকে ইডেন গার্ডেন্স এর দিকে প্রায় ১০ থেকে ২০ হাজার লোকের জমায়েত তৈরি হয়েছে। আজকের দিনের সবথেকে বড় মিছিল বেড়িয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। একের পর এক গার্ডরেল ভাঙলেন আন্দোলনকারীরা। নবান্ন অভিযান রুখতে পুলিশের জল কামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ। হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে তুলকালাম। হাওড়া ময়দানে বিক্ষোভকারীদের পাল্টা মারে পিছু হটল পুলিশ।

আরও খবর, '৫১ ফুটের সেমিনার রুম, ৪০ ফিট পর্যন্ত কর্ডন করা ছিল'। '৪০ ফিটের বাইরে ১১ ফিট এলাকায় অনেক মানুষ ছিলেন'। 'চিকিৎসক-সহ সবাই ছিলেন ওই ৪০ ফিট কর্ডন করা এলাকার বাইরে'। সেমিনার রুমের ভাইরাল ভিডিও নিয়ে দাবি পুলিশের । ৪০ ফিট এলাকায় কোনও বহিরাগতরা ছিল না, দাবি লালবাজারের । 'কর্ডন করা এলাকায় নির্দিষ্ট কয়েকজন ছিলেন'। 'মা-বাবা-সহ নির্দিষ্ট কয়েকজন ছাড়া কর্ডন করা অংশে কেউ ছিলেন না'। 'কর্ডন করা ৪০ ফিট এলাকায় কোনও বহিরাগত ছিল না'। 'হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনজীবী ছিলেন'। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কার্যত খারিজ পুলিশের । 'কেন আইনজীবী ছিলেন, সেটা বলতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ'। ভাইরাল ভিডিও ঠিক কোন সময়ের, স্পষ্ট জানাতে পারল না পুলিশ। ব্যারিকেডে গ্রিজ লাগাচ্ছে কলকাতা পুলিশ। বিক্ষোভকারীরা যাতে ব্যারিকেডে উঠতে না পারে, তার জন্য গ্রিজ লেপে দিল পুলিশ। হেস্টিংসের কাছে ব্যারিকেডে গ্রিজ লাগাল পুলিশ। হাওড়ামুখী এজেসি বোস রোড বন্ধ। চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। নবান্ন অভিযানের আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিল পুলিশ। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। সাঁতরাগাছিতে শুধু সরকারি বাস চলাচলেই ছাড়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram