Nabanna Abhijan: পুলিশের জলকামানকে বুড়ো আঙুল, বুক চিতিয়ে এগিয়ে এল আন্দোলনকারীরা, হাওড়ায় তুমুল অশান্তি
Continues below advertisement
নবান্ন যেন দুর্ভেদ্য দুর্গ। অভিযানের আগেই লাঠি হাতে রাস্তায় নামল স্পেশাল ফোর্স। এর পাশাপাশি, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবান্ন ও তার আশপাশের এলাকা। জায়গায় জায়গায় গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। নবান্নের সামনে লাঠিধারী পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে র্যাফ, কমব্যাট ফোর্স। প্রস্তুত রাখা হয়েছে কাঁদানে গ্যাসের শেল। সকাল থেকে নবান্ন ও সংলগ্ন এলাকায় টহল দিচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। যাতে ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভকারীরা নবান্ন চত্বরে পৌঁছতে না পারেন, তার জন্য নবান্নগামী প্রধান সড়ক ছাড়াও অলিগলিতে চলছে পুলিশি নজরদারি।
Continues below advertisement
Tags :
Nabanna Abhijan Kolkata Doctor Case Updates Kolkata Doctor Case Nabanna March Live Nabanna Rally Live Nabanna Abhijan Rally Paschim Banga Chhatra Samaj Kolkata Doctor Rape Murder Case Live