Nadia: ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
নদিয়ায় (Nadia) নাকাশিপাড়ায় ব্যবসায়ীকে গুলি (Shoot)। গুলি করে ৬০ হাজার টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা (Criminals)। ব্যবসায়ীর বাড়ি কালিগঞ্জ থানার সীতাচন্দ্রপুরে। কাপড়ের ব্যবসায়ী দোকান থেকে ফেরার পথে গুলি দুষ্কৃতীদের। ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই করল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ (Police)।