Nadia: তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে মারপিট, হরিণঘাটায় ধুন্ধুমার। Bangla News
Continues below advertisement
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে নদিয়ার (Nadia) হরিণঘাটায় (Haringhaata) তৃণমূলের (TMC) গোষ্ঠীবিবাদের জেরে সংঘর্ষ। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ-সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। হরিণঘাটার ফতেপুর গ্রাম পঞ্চায়েতে কাজের জন্য টেন্ডার ডাকা ও এলাকার রাশ দখলে রাখা নিয়ে দুই তৃণমূল (TMC Leader) নেতার মধ্যে বিবাদ চলছিল। গতকাল রাতে গন্ডগোল চরমে ওঠে। পার্টি অফিসের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। আক্রান্ত হন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণি দফতরের কর্মাধ্যক্ষ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। তবে এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি। গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করেছে তৃণমূলের ব্লক নেতৃত্ব।
Continues below advertisement