Krishnanagar News: ব্যবসায়ীকে মারধর, গুলি, ধৃত ২। ABP Ananda Live
ABP Ananda Live: জেলায় জেলায় শ্যুটআউট(Shoot Out), এবার কৃষ্ণনগরে এক মাছ ব্যবসায়ীর ওপর গুলি। গুলি চালিয়ে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মাছের বাজারে এসে ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। টাকা না দেওয়ায় ৪ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। আহত মাছ ব্য়বসায়ী শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি, ধৃত ২। আগামীকাল রবিবার তৃণমূলের (tmc)একুশে সমাবেশ। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। রবিবার ২১ জুলাইয়ের সমাবেশ। কিন্তু আজই জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের সমর্থকরা। দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রতিবছরের মতোই তাঁদের থাকার ব্যবস্থা হয়েছে। 'ধর্মতলায় যাওয়ার আগে বিমা করিয়ে যান', পোস্টার সপ্তগ্রামে। সালিশি ডেকে উল্টো করে ঝুলিয়ে মারধর, শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগ। ধৃত তৃণমূল কর্মী (TMC Worker) জামালউদ্দিন সর্দারকে (Jamaluddin Sardar) আদালতে পেশ করা হল। জামালের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, শ্লীলতাহানি, তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা।