Marriage News: 'অধ্যাপিকার দাবি, এটা 'সাইকো ড্রামা'- র একটা অংশ', বললেন অন্তবর্তী উপাচার্য

ABP Ananda Live: বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই 'বিয়ের আসর'? বিভাগীয় প্রধানকে সিঁদুর পরালেন প্রথম বর্ষের ছাত্র! ছবি, ভিডিও ভাইরাল হতেই শোরগোল। বিতর্কের মুখে 'পাত্রী' বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠাল কর্তৃপক্ষ। প্রজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর, দাবি অধ্যাপিকার, এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য। হরিণঘাটার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে 'বিয়ে'-র ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ে নয়, ফ্রেশার্স পার্টিতে নাটকের অংশ বলে দাবি পায়েল বন্দ্যোপাধ্যায়ের। তিনি হরিণঘাটা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান। এই ঘটনায় অন্তর্বর্তী বিভাগীয় তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ম্যাকাউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি- এর অন্তবর্তী উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, অধ্যাপিকার দাবি, এটা 'সাইকো ড্রামা'- র একটা অংশ। সকলের সামনে ক্লাসরুমের মধ্যেই সবটা করা হয়েছে ডেমনস্ট্রেশন হিসেবে। শিক্ষিকাই অনুমতি দিয়েছেন ভিডিও রেকর্ডিংয়ের। যাতে একটা রেকর্ড। যেহেতু পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে, তাই অধ্যাপিকাকে কয়েকদিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তদন্তকারী কমিটির মহিলা সদস্য এবং বাকিরা আশ্বাস দিয়েছেন যে গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেবেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola