Nadia: পুরভোটের আগে নদিয়ার গয়েশপুরে অস্ত্র বিক্রি, গ্রেফতার এক | Bangla News

Continues below advertisement

পুরভোটের আগে নদিয়ার গয়েশপুরে অস্ত্র বিক্রি করতে এসে গ্রেফতার এক। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় গয়েশপুর চা বাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে আনসার আলি মণ্ডল নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও ৭ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ভোটের আগে অস্ত্র বিক্রি করতে এসেছিল ওই ব্যক্তি। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় বিক্রি করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার সকাল থেকে দুপুর, বুথের বাইরে ও ভিতরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালাল পুলিশ। ধুন্ধুমারকাণ্ড বিধাননগরের হাতিয়াড়ায়। বাগুইআটির একটু বুথে ছাপ্পা ভোটের অভিযোগে, হাতিহাতিতে জড়ালেন কংগ্রেস ও তৃণমূল প্রার্থী।

তৃণমূলের সঙ্গে আইপ্যাকের দূরত্বের জল্পনা আরও জোরাল। ওয়ান পার্সন ওয়ান পোস্ট নিয়ে বিতর্কের আবহে, চন্দ্রিমা ভট্টাচার্যর ট্যুইটার অ্যাকাউন্টের কভারেও কিছুক্ষণের জন্য এই বার্তা দেখা গেছিল। এজন্য চন্দ্রিমা এবং আইপ্যাক পরস্পরের ঘাড়ে দায় ঠেলেছে। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram