Chakda : 'অফিসে না গিয়ে বাড়িতে বসেই কাজ চালান সিলিন্দা ১ পঞ্চায়েতের প্রধান', লিখিত অভিযোগ সদস্যের
Continues below advertisement
পঞ্চায়েত ভোটের আগে চাকদায় প্রকাশ্যে শাসকের অন্দরের বিবাদ। সিলিন্দা ১ নম্বর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ পঞ্চায়েত সদস্যের।গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মৌখিক অভিযোগ, আজ লিখিত অভিযোগ। 'অফিসে না গিয়ে বাড়িতে বসেই কাজ চালান প্রধান, হয়রান হতে হয় মানুষকে'।
গ্রামবাসীদের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখেন না প্রধান, অভিযোগ পঞ্চায়েত সদস্যের। পঞ্চায়েত সদস্যের অভিযোগ অস্বীকার প্রধানের। নিয়মিত অফিসে যাই, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, দাবি প্রধানের। পঞ্চায়েত ভোটের আগে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা তৃণমূলের, কটাক্ষ বিজেপির।
Continues below advertisement
Tags :
Nadia Panchayat Bangla News Bangla News Live Pradhan Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Chakda Silinda Panchayat