Nawsad Siddique: বারবার ভাঙড়ে যেতে বাধা পুলিশের, এবার আদালতের দ্বারস্থ নৌশাদ
Continues below advertisement
বারবার ভাঙড়ে যেতে বাধা পুলিশের। এবার আদালতের দ্বারস্থ হলেন নৌশাদ সিদ্দিকি। শুক্রবারের পর গতকালও ভাঙড় যেতে বাধা দেওয়া হয় আইএসএফ বিধায়ককে। ১৪৪ ধারা জারি থাকার কারণ দিয়ে আটকায় পুলিশ। কেন আইএসএফ বিধায়ককে ভাঙড়ে যেতে বাধা দেওয়া হচ্ছে? প্রশ্ন নৌশাদের আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি।
Continues below advertisement