Nandigram: রাজ্যের সরকারি হাসপাতালে বাংলাদেশের ‘নিষিদ্ধ’ ওষুধ, খাওয়ার পরে আতঙ্কে রোগীরা । Bangla News
Continues below advertisement
রাজ্যের সরকারি হাসপাতালে বাংলাদেশের ‘নিষিদ্ধ’ ওষুধ। কাঁথির পরে নন্দীগ্রামের সরকারি হাসপাতালেও ‘নিষিদ্ধ’ ওষুধ। বাংলাদেশের ওষুধে নেই তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ। সেফ্রাডিন ৫০০, ডক্সিসাইক্লিন ১০০ নামের ২টি অ্যান্টিবায়োটিক। কীভাবে বাংলাদেশের বাইরে বিক্রি নিষিদ্ধ ওষুধ এপার বাংলায় ? হাসপাতাল থেকে দেওয়া ওষুধ খাওয়ার পরে রোগীদের মধ্যে আতঙ্ক। বিতর্ক শুরু হতেই সরকারি হাসপাতালে ওষুধ দেওয়া বন্ধ। "রাজ্যকে ওষুধ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা। সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে ওষুধ আসে ৫ জেলায়। বাংলাদেশ সরকারের দান করা ওষুধ দিয়েছে কেন্দ্র।" বাংলাদেশের ওষুধ-বিতর্কে দাবি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার
Continues below advertisement
Tags :
Drugs ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Narcotics Kolkata Hospital Drugs Recovered এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ নন্দীগ্রাম Drugs In Kolkata Drugs In Bengal Kolkata Drugs Racket Bengal Drugs Racket Bangladeshi Drugs