Nandigram: নন্দীগ্রামে তৃণমূল নেতাকে 'হুমকি', ২ লক্ষ টাকা চেয়ে চিঠি দেওয়ার অভিযোগ
Continues below advertisement
দু'লক্ষ টাকা তোলা চেয়ে নন্দীগ্রামে তৃণমূল (TMC) নেতাকে হুমকি চিঠি। না দেওয়ায় বোমাবাজি (Bombing) ও এসএমএস (SMS) প্রাণ সংশয়ের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। পুলিশের দ্বারস্থ হয়েছেন মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্য়। অভিযোগ, ৩০ জুন বাড়িতে চিরকুট তৃণমূল নেতাকে দু'লক্ষ টাকা দিতে বলা হয়। এবার ৯ জুলাই বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে। এর পরের দিন থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা। অভিযোগ, এরপর এসএমএস-এ প্রাণ সংশয়ের হুমকি দেওয়া হয়। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুনের ঘটনার তদন্ত শুরু করল সিআইডি (CID)। গতকালই সিআইডির একটি দল মঙ্গলকোটে যায়। সূত্রের খবর, খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতা-সহ দু'জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি।
Continues below advertisement
Tags :
TMC Nandigram ABP Ananda Threat ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Medinipur 17 July News TMC Leader Allegedly Threatened