Kajal Sheikh: নানুরে কাজল শেখ 'তথ্য়-নির্দেশে' তরজা শুরু রাজনৈতিক মহলে। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: বীরভূমে তৃণমূল জিতলেও, নানুর বিধানসভার যে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পিছিয়ে, সেখানে, বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের নাম, ফোন নম্বর, পরিবারে কতজন সদস্য় প্রভৃতি তথ্য় সংগ্রহের নির্দেশ দিলেন কাজল শেখ। ইতিমধ্য়েই সার্ভে করতে শুরু করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা। কিন্তু, ভোটারদের ব্য়ক্তিগত তথ্য় কীভাবে সংগ্রহ করতে পারে তৃণমূল? প্রশ্ন তুলেছে বিরোধীরা।

বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে প্রায় ২ লক্ষ ভোটে হারিয়ে, চতুর্থবার সাংসদ হয়েছেন শতাব্দী রায়। কিন্তু নানুর বিধানসভার অন্তর্গত ২ টি গ্রাম পঞ্চায়েত, কীর্ণাহার ১ ও। দাসকল গ্রাম কড়েয়া ১ নম্বর পঞ্চায়েতে পিছিয়ে রয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে এবার এই দুই গ্রাম পঞ্চায়েতে সংগঠন মজবুত করতে জোর দিলেন নানুর বিধানসভার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা কাজল শেখ। বাতলে দিলেন জনসংযোগের নতুন দাওয়াই। 

বৃহস্পতিবার কীর্নাহারে দলীয় বৈঠকে এই নির্দেশ দেন কাজল শেখ। পরের দিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু করেছে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram