Narendra Modi: যতই কাদা ছড়ানো হবে পদ্ম ততই প্রস্ফুটিত হবে,বললেন মোদি
রাজ্যসভায় প্রধানমন্ত্রী ভাষণ শুরু করতেই বিরোধীদের স্লোগান। 'মোদি-আদানি ভাই ভাই' স্লোগান বিরোধীদের। হট্টগোলের মধ্যেই বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। 'সংসদে কিছু মানুষের ব্যবহার দেশের মানুষের কাছে হতাশাজনক'। 'যতই কাদা ছড়ানো হবে পদ্ম ততই প্রস্ফুটিত হবে'। 'আমাদের বিরোধীরা বলেছেন বুনিয়াদ তাঁরা তৈরি করেছেন'। ' কংগ্রেস বলছে ৬০ বছর ধরে তাঁরা দেশের বুনিয়াদ তৈরি করেছে'। ' কিন্তু ২০১৪-এ এসে আমরা দেখলাম শুধু বড় বড় গর্ত তৈরি হয়েছে'। 'তখন তো পঞ্চায়েত থেকে সংসদ সর্বত্রই ওঁরা ক্ষমতায় ছিলেন'। ' কিন্তু কোনও সমস্যার সমাধানেরই চেষ্টা কখনও করেননি'। 'দেশের মানুষ সমস্যায় জর্জরিত ছিল'। ' কিন্তু শাসকের গুরুত্ব, উদ্দেশ্য সবই আলাদা ছিল'। 'তাই সমস্যার সমাধানের চেষ্টা করেনি'। ' আমরা সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করি'। ' আগে সাধারণ মানুষ ব্যাঙ্কের দরজা পর্যন্ত যেতে পারত না'। ' আমরা জন-ধন প্রকল্পের মাধ্যমে মানুষের সঙ্গে ব্যাঙ্কের সরাসরি যোগ হয়েছে '। ' সাধারণ মানুষ ব্যাঙ্কের গ্রাহক হয়েছেন' 'গরিব মানুষ ব্যাঙ্কিং পরিষেবা নিতে পারছেন', দাবি নরেন্দ্র মোদির (Narendra Modi।