East West Metro: মাথার উপরে গঙ্গা, নীচে মেট্রো, দেশের ইতিহাসে নতুন নজির গড়ল কলকাতা মেট্রো
Continues below advertisement
ABP Ananda LIVE: মাথার উপরে গঙ্গা, নীচে মেট্রো (Metro)। প্রধানমন্ত্রীর (Narendra Modi) হাত ধরে হয়ে গেল এসপ্ল্যানেড(Esplanade) থেকে হাওড়া ময়দান (Howrah Moidan)পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন। দেশের ইতিহাসে নতুন নজির গড়ল কলকাতা মেট্রো। উদ্বোধনের পর পড়ুয়াদের সঙ্গে নিয়ে গঙ্গাগর্ভে মেট্রো সফর করলেন প্রধানমন্ত্রী।
Continues below advertisement