Sandeshkhali Chaos:সন্দেশখালি নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা জাতীয় তফশিলি কমিশনের।ABP Ananda Live
Continues below advertisement
সন্দেশখালি থেকে ফিরে, গোটা ঘটনা নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিল জাতীয় তফশিলি কমিশন। সেই রিপোর্টে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন, জাতীয় তফশিলি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্য়ান অরুণ হালদার। এপ্রসঙ্গে সেটিংয়ের অভিযোগ করেছে কংগ্রেস।
Continues below advertisement
Tags :
National Commission For Scheduled Castes Sandeshkhali Chaos Sandeshkhali Update Report On Sandeshkhali