Cooch Behar News: কোচবিহার কাণ্ডে সক্রিয় জাতীয় মহিলা কমিশন! পরিদর্শনে প্রতিনিধি। ABP Ananda Live

Continues below advertisement

'রাজনৈতিক বিষয়ও রয়েছে, পারিবারিক দিকও রয়েছে। যিনি অত্যাচারিত হয়েছেন, তাঁকে বিচার পাওয়ানোই বড় কথা।', কোচবিহার-কাণ্ড নিয়ে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। নির্যাতিতার গ্রামে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় পুলিশের সঙ্গেও কথা বলেছেন। কোচবিহারের সার্কিট হাউসে রয়েছেন তিনি। নির্যাতিতা মহিলার সঙ্গে তাঁর কথা বলার সম্ভাবনা রয়েছে। নির্যাতিতার বাড়িতে পুলিশি নিরাপত্তার জন্য নির্দেশ দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। 

সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্তের দাবিতে মহিলা বিজেপি আন্দোলনেও বসবেন বলে জানিয়েছেন তিনি।

গতকালই অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, পুলিশ নির্যাতিতার বয়ান না নিয়েই মামলা রুজু করেছে। এরপরই আজ কোচবিহার সদর মহিলা থানায় ডেকে নির্যাতিতা বিজেপি নেত্রীর বয়ান নেওয়া হয়। আজ সকাল ১০টা নাগাদ নির্যাতিতার সঙ্গে কথা বলতে কোচবিহারের বিজেপি জেলা পার্টি অফিসে যাবেন জাতীয় মহিলা কমিশনের এক সদস্যা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আতঙ্কে পার্টি অফিসেই আশ্রয় নিয়েছেন নির্যাতিতা বিজেপি নেত্রী। আজ ঘটনাস্থলেও যেতে পারেন জাতীয় মহিলা কমিশনের ওই প্রতিনিধি। পাশাপাশি, তৃণমূলের জেলা নেতৃত্বেরও আজ ঘটনাস্থলে যাওয়ার কথা। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram