Sandeshkhali: 'রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই', মন্তব্য় করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন
ABP Ananda LIVE: রাষ্ট্রপতি শাসন (Presidential Rule) ছাড়া উপায় নেই। সন্দেশখালিতে (Sandeshkhali)গিয়ে এমনই মন্তব্য় করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন (National Women Cmmission)। বিকেলে যান রাজভবনে। ক্ষমতা থাকলে করে দেখান, পাল্টা চ্য়ালেঞ্জ জানিয়েছে তৃণমূল(TMC)।
Tags :
President Rule National Women Commission ABP Ananda LIVE Sandeshkhali Chaos Sandeshkhali Incident