Nausad Siddiqui। পুলিশের অতিসক্রিয়তার প্রমাণ পাওয়া যাচ্ছে, ঢোলাহাটের ঘটনা নিয়ে আক্রমণ নওশাদের
ঢোলাহাটের ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ। আগামীকাল ফের ময়নাতদন্তের নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। মামলাকারীর উপস্থিতিতে হবে ময়নাতদন্ত, নির্দেশ বিচারপতির। ময়নাতদন্তের সময় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন, নির্দেশ আদালতের। ঢোলাহাটের আইসি মানস চট্টোপাধ্যায়কে এই তদন্তের অংশ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের। দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে, রাজ্যের পেশ করা ময়নাতদন্তের রিপোর্ট দেখে জানালেন বিচারপতি। দ্বিতীয় ময়নাতদন্তের সময়ও ভিডিওগ্রাফি করতে হবে, নির্দেশ বিচারপতি সিন্হার। ভিসেরা, ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠাতে হবে নির্দেশ হাইকোর্টের। 'সুন্দরবনের পুলিশ সুপার সমস্ত সাক্ষীদের এবং পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করবেন যেন তাদের হুমকি দেওয়া না হয়', স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এবং বিচারের স্বার্থে এখনই সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করতে হবে নির্দেশ বিচারপতি সিন্হার। ঢোলাহাটের ঘটনায় প্রশ্নের মুখে কলকাতার বেসরকারি হাসপাতালের ভূমিকা। 'যুবককে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তিনি শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ ছিলেন, জানিয়েছিল হাসপাতাল', গতকাল রাজ্যের দাবি ছিল যে এই বেসরকারি হাসপাতাল জানিয়েছে যে মৃত যুবক জন্ডিসে আক্রান্ত ছিলেন, মন্তব্য বিচারপতির। ২২ শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি।