Naushad Siddiqui: নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করল পুলিশ, ফের সন্দেশখালিতে যেতে বিরোধীদের বাধা
Continues below advertisement
ফের সন্দেশখালিতে (Sandeshkhali) যেতে বিরোধীদের বাধা। ৬২ কিলোমিটার দূরে সায়েন্স সিটির (Science City) কাছে আইএসএফ বিধায়ক (ISF MLA) নৌশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) গ্রেফতার করল পুলিশ (Police)। কেন গ্রেফতার করা হল, এই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান নৌশাদ। পরে পুলিশ জানায়, সিআরপিসি-র ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে আইএসএফ বিধায়ক।
Continues below advertisement