Calcutta Medical College: চিকিৎসক নেই! তাই আজ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেফ্রোলজি বিভাগের আউটডোর বসবে না। ABP Ananda Live
Continues below advertisement
চিকিৎসক নেই। তাই আজ কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) হাসপাতালে নেফ্রোলজি বিভাগের আউটডোর বসবে না। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগে (Nephrology Department ) একজনই শিক্ষক চিকিৎসক ছিলেন। সম্প্রতি সেই সঞ্জয় দাশগুপ্তকে পিজিতে বদলি করা হয়েছে। ফলে কলকাতা মেডিক্যালে নেফ্রোলজিতে আর কোনও বিশেষজ্ঞ চিকিৎসক নেই। শুধু একজন MBBS পাশ RMO রয়েছেন। তাই এতদিন ধরে প্রতি বুধবার নেফ্রোলজি আউটডোর (Nephrology Outdoor) বসলেও, আজ থেকে তা বসবে না।
Continues below advertisement