Netaji Birth Anniversary 2022: 'মুখরক্ষার জন্য নেতাজিকে সামনে রেখে বাংলাকে বাদ দেওয়া হচ্ছে', ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসা প্রসঙ্গে কুণাল | Bangla News

Continues below advertisement

ইন্ডিয়া গেটে বসছে নেতাজির (Netaji Subhas Chandra Bose) স্ট্যাচু। ‘২৩ জানুয়ারি নেতাজির (Netaji) ১২৫তম জন্মদিনে ইন্ডিয়া গেটে তাঁর মূর্তির উদ্বোধন। গ্র্যানাইটের তৈরি মূর্তির উদ্বোধন করা হবে। ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে এই মূর্তি। যতদিন মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়। ২৩ জানুয়ারি হবে সেই হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন’, ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "নেতাজির মূর্তি যেখানেই বসানো হবে, তাকে স্বাগত জানাব। কিন্তু এক্ষেত্রে তার সঙ্গে সংযোজন থাকবে, কে বসাচ্ছেন আর কেন বসাচ্ছেন? মুখরক্ষার জন্য নেতাজিকে সামনে রাখা হচ্ছে কিন্তু বাংলাকে বাদ দেওয়া হচ্ছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram