দুঃস্থদের পাশে থেকে নতুন জীবন শুরু, নজির গড়লেন শান্তিপুরের দম্পতি
Continues below advertisement
জীবন থেকে শিক্ষা। ভয়ঙ্কর দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়ানো। এর থেকে বড় আনন্দ আর কীই বা হতে পার! পরনে নতুন ধুতি-পঞ্জাবি, জীবনসঙ্গিনী সেজেছেন লাল বেনারসিতে। বিয়ের সাজেই নৌকায় চেপে চলে গেলেন মাঝনদীতে। ঘাটে ডেকে আনলেন বেশ কয়েকজন মাঝি-মাল্লাকে। তারপর ফেরিঘাটের কর্মী সহ দুঃস্থদের মধ্যে খাবার বিলি করলেন। নতুন জীবন শুরুর দিনকে স্মরণীয় করে রাখতে নবদম্পতির অভিনব উদ্যোগ। এই ছবি নদিয়ার শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটের। শুক্রবার বউভাতের দিন ফেরিঘাটের কর্মী সহ ৭৫ জনকে খাবার বিলি করেন ঘোষ দম্পতি।
Continues below advertisement
Tags :
ABP Ananda Nadia ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Santipur Newly Married Couple