Bhupatinagar: তৃণমূল কর্মী বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করল এনআইএ | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE : সন্দেশখালি, বনগাঁর পর ভূপতিনগরেও তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি । ইডির পর এবার এনআইএ-র উপর হামলা, গ্রেফতার ২ । তৃণমূল কর্মী বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করল এনআইএ
ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে গিয়ে হামলার শিকার এনআইএ । ভাঙা হল কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাচ । জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে নিয়ে আসার সময় হামলা, দাবি এনআইএ-র । 'বাহিনী দেওয়ার আগেই গ্রামে পৌঁছে যায় এনআইএ'
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, দাবি পুলিশ সূত্রের
Continues below advertisement