Nimta Incident: ফের রাত-বিরেতে শ্যুটআউট, গুলিবিদ্ধ বছর বাহান্নর এক ব্যক্তি, এলাকায় কেন্দ্রীয় বাহিনী

Continues below advertisement

ABP Ananda LIVE: রাজ্যে ফের শ্যুটআউট, এবার নিমতায় । উত্তর দমদমের ২৯ নং ওয়ার্ডে শ্যুটআউট । বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় আর জি করে ভর্তি । আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার অভিযুক্ত, এলাকায় কেন্দ্রীয় বাহিনী । ফের রাত-বিরেতে শ্যুটআউট। এবার নিমতায়। বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন বছর বাহান্নর এক ব্যক্তি। অভিযোগ, গতকাল রাতে উত্তর দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুরে প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি। তাঁর পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তিকে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ।

বিহারে জেলে বসেই বাংলায় একের পর এক অপরাধের অপারেশন! খুন, ডাকাতি থেকে ব্যবসায়ীকে হুমকি, জেলে বসেই ব্লু-প্রিন্ট সুবোধের! অবশেষে সিআইডির কব্জায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহ। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতিতে নাম জড়ায় সুবোধের। রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির 'মাস্টারমাইন্ড' সুবোধ। ২০২০-তে ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। বেলঘরিয়া থেকে ব্যারাকপুর, প্রোটেকশন মানি চেয়ে ব্যবসায়ীদের হুমকি ফোনে অভিযুক্ত সুবোধ

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram