Nipah virus: শরীরে খুব তাড়াতাড়ি ছড়ায় নিপা ভাইরাস, হতে পারে কী কী সমস্যা? জানাচ্ছেন চিকিৎসক

Continues below advertisement

ডেঙ্গি-ম্যালেরিয়ার চোখ রাঙানির মধ্যেই এবার নিপা ভাইরাসের আতঙ্ক
আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি 
কেরল থেকে আসা পরিযায়ী শ্রমিক
মঙ্গলকোটের ২৬ বছরের যুবক জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি
হাসপাতালে ৪ দিন ধরে ভর্তি, এখনও নমুনা পাঠানো হয়নি পুণের এনআইভি-তে


ডেঙ্গি-ম্যালেরিয়ার চোখ রাঙানির মধ্যেই এবার নিপা ভাইরাসের আতঙ্ক। আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি 
কেরল থেকে আসা পরিযায়ী শ্রমিক। হাসপাতাল সূত্রে খবর,
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ২৬ বছরের যুবকের ১১ দিনের বেশি টানা জ্বর, ফুসফুসে সংক্রমণ এবং দুটি পা-ই ফোলা। কেরলে ওই যুবক যাঁদের সঙ্গে ছিলেন, তাঁদের অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত এবং এর মধ্যে অজানা জ্বরে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজ্যে ফেরার পর, শনিবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের মেডিসিনের আউটডোরে যান ওই যুবক। চিকিৎসক তাঁকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেন। এরপর গতকাল বিকেলে বেলেঘাটা আইডি-র আইসোলেশন কেবিনে ভর্তি করা হয় যুবককে। নিপা-আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তির পর ৪ দিন কেটে গেলেও এখনও নমুনা পাঠানো হয়নি পুণের NIV-তে। তবে খুব তাড়াতাড়ি নমুনা পাঠানো হবে বলে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ জানিয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram