Nirmal Maji : 'রোগীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি তুলে ধরুন' নির্মলের বক্তব্যকে সমর্থন করছে না চিকিৎসক মহলেরই একাংশ

পঞ্চায়েতের ( Panchayat Poll ) আগে চিকিৎসকদের হুইসপারিং ক্যাম্পেনে নামার আহ্বান জানিয়েছিলেন নির্মল মাজি ( Nirmal Maji ) । আর ঠিক তার পরই ঘাটাল হাসপাতালের ঘটনায় নির্মলের মন্তব্য নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নির্মলের বক্তব্যকে সমর্থন করছে না চিকিৎসক মহলেরই একাংশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola