Tree Cut: ময়দান চত্বরে কাটা যাবে না কোনও গাছ, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ABP Ananda Live
West Bengal News: ময়দান (Maidan) চত্বরে কাটা যাবে না কোনও গাছ। নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench)। মোমিনপুর-এসপ্লানেড মেট্রোর নতুন স্টেশন তৈরির জন্য ময়দান এলাকায় প্রায় ৭০০ গাছ কাটা হবে। এই গাছ কাটার (Tress Cutting) জন্য প্রয়োজনীয় অনুমোদন নেই। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আদালতে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়, নির্মাণের জন্য সেনাবাহিনীর কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সেনা। এ ছাড়া, রাজ্যের বন দফতরের কাছ থেকেও অনুমতি প্রয়োজন। তাই এখন গাছ কাটার কোন প্রশ্নই নেই। এরপরই গাছ কাটায় নিষেধাজ্ঞা জারি করেন প্রধান বিচারপতি। এর আগে গাছ কাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানি। ABP Ananda Live