West Bengal: ED-CRPF-এর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা! দুষ্কৃতীদের আড়াল করতে চাইছে শাসকদল?
Continues below advertisement
সকালে সন্দেশখালি, রাতে বনগাঁ, শুক্রবার একইদিনে হামলার মুখে, দুর্নীতির তদন্তে যাওয়া ED ও CRPF। উল্টে তাদের বিরুদ্ধেই দায়ের হল জামিন অযোগ্য ধারায় মামলা। প্রশ্ন উঠছে, তাহলে কি দুষ্কৃতীদের আড়াল করতে চাইছে শাসকদল? এ নিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধীর তরজা।
Continues below advertisement