CBI In Sandeshkhali:সন্দেশখালিতে দিকে দিকে 'অ্যাকশনে' CBI।ABP Ananda LIVE

Continues below advertisement

সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টের দেওয়া CBI তদন্তের নির্দেশ যেদিন সুপ্রিম কোর্ট বহাল রাখল, সেদিনই সন্দেশখালিতে দিকে দিকে 'অ্যাকশনে' নামতে দেখা গেল CBI-কে। সন্দেশখালির দিকে দিকে ঘুরে, অভিযুক্তদের সিবিআইয়ের কাছে হাজিরার নোটিস দিলেন আধিকারিকরা। যার মধ্যে অন্যতম, বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা। এছাড়াও রয়েছেন আরেক অভিযুক্ত আবিবুর রহমান সহ আরও একজন। মঙ্গলবারই তাঁদেরকে হাজিরার নোটিস দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন প্রথমে বিশাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি ফাঁড়িতে যায় সিবিআইয়ের টিম। এরপর সেখান থেকে সন্দেশখালি থানার পুলিশকে নিয়ে, সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় আবিবুর রহমানের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সেখানে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই সময় বাড়িতে ছিলেন না আবিবুর। সিবিআই আধিকারিকদের সামনেই নোটিস ছিঁড়ে ফেলে দেন তাঁর পরিবারের সদস্যরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram