Durga Idol Immersion : উমা-বিদায়ের লগ্নে কাছাকাছি দুই বাংলা, ইছামতীতে প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড়
উমা-বিদায়ের লগ্নে কাছাকাছি দুই বাংলা। এপারে উত্তর ২৪ পরগনার টাকি, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা। ইছামতীতে প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় করলেন দুই পাড়ের মানুষ। উত্সবের আবহে মুছে গেল সীমান্তের বেড়াজাল।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Durgaidolimmersion Ichamatiriver