Sudip Banerjee : বিরোধীদের টুঁটি চেপে মারার চেষ্টা, সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ খুইয়ে বিস্ফোরক সুদীপ
Continues below advertisement
খাদ্য, উপভোক্তা ও গণবণ্টন বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁকে সেই পদ থেকে সরিয়ে দিয়ে, তাঁর জায়গায় আনা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। এনিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভের বাতাবরণ। পাঁচ বারের সাংসদ তিনি। তাঁকে সরিয়ে দিয়ে, অপেক্ষাকৃত নবীন লকেট চট্টোপাধ্যায়কে কীভাবে আনা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। এনিয়ে কেন্দ্রকে একহাত সুদীপের। তিনি বলেন, "সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে সরকার চলা উচিত, সেটা চলছে না। বিরোধী দলগুলিকে টুঁটি চেপে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে।"
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News SUDIPBANERJEE FoodandConsumersaffairsstandingcommittee