North 24 Pargana: মধ্যমগ্রামে 'বেআইনি পানীয়' জলের কারখানা, সিল করল EB।Bangla News
Continues below advertisement
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে (Madhyamgram) স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা চালানোর অভিযোগ। গতকাল সকালে কারখানায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (EB)। কারখানা মালিক আগেই পলাতক। ইবি সূত্রে খবর, সিল করে দেওয়া হয়েছে কারখানাটি।
Continues below advertisement
Tags :
ABP Ananda Madhyamgram ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ North 24 Pargana EB এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Water Bottle Factory