Panihati Bombing: দুষ্কৃতী জেল থেকে ছাড়া পেলে তার গতিবিধি নজরে রাখা হচ্ছে না : পঙ্কজ দত্ত ।Bangla News
Continues below advertisement
উত্তর ২৪ পরগনায় পানিহাটিতে দুষ্কৃতী দৌরাত্ম্য। বিটি রোডে তোলা আদায় করতে এসে বোমাবাজি। ধাওয়া করায় পুলিশকে লক্ষ্য করে বোমা। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করেও বোমা ছোড়ার অভিযোগ উঠল জেল-ফেরত দুষ্কৃতীর বিরুদ্ধে। গ্রেফতার মূল অভিযুক্ত চোর বিশু-সহ ৪ জন। ঘটনাস্থল থেকে ১টি বোমা উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ। এপ্রসঙ্গে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বললেন, "ব্যারাকপুর কমিশনারেটে এখন ডজন ডজন আইপিএস অফিসার আছেন। অধঃস্তন অফিসারের সংখ্যাও বেশি। পরিকাঠামোগতভাবেও বেশ উন্নত। তবে একজন দাগী দুষ্কৃতী জেল থেকে ছাড়া পেলে তার গতিবিধি নজরে রাখা অত্যন্ত প্রয়োজনীয়, সেটা রাখা হচ্ছে না। তার ফলেই এই ঘটনা"
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Rahul Sinha Pankaj Dutta এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Panihati Bombing পানিহাটিতে বোমাবাজি B T Road TMC Party Office Bombed. তৃণমূল কার্যালয়ে বোমাবাজি এবিপি আনন্দ