Panihati Murder Update: অনুপম দত্ত খুনে মূল অভিযুক্তর জামিন, সুপ্রিম কোর্টে যাচ্ছে পুলিশ। Bangla News
Continues below advertisement
পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মূল অভিযুক্তের জামিন। খুনের ৫ মাসের মাথায় জামিন মূল অভিযুক্ত বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত। ১৩ মার্চ, পানিহাটিতে প্রকাশ্যে খুন করা হয় অনুপম দত্তকে। খুনের তদন্ত শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। খুনের দু’দিনের মধ্যেই গ্রেফতার হন অভিযুক্ত বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত।
৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। ৫ মাসের মধ্যে মূল অভিযুক্ত জামিন পাওয়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন। নিরাপত্তাহীনতায় ভুগছে তৃণমূল কাউন্সিলরের পরিবার। যদিও জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, খবর সূত্রের।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live West Bengal Police Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Panihati Murder Anupam Dutta ABP Ananda Bengali News