Shyamnagar: অভিষেকের সভায় ‘ভোট পরবর্তী হিংসা’য় মৃতের পুত্রবধূ ।Bangla News

Continues below advertisement

অভিষেকের সভায় ‘ভোট পরবর্তী হিংসা’য় মৃতের পুত্রবধূ! ২ মে: জগদ্দলে বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা। তৃণমূলের হামলায় বিজেপি নেতার মা শোভারানি মণ্ডলের মৃত্যুর অভিযোগ। শ্যামনগরের সভায় হাজির শোভারানির আরেক পুত্রবধূ সুমিত্রা মণ্ডল। বিজেপির বুথ সভাপতি কমল মণ্ডলের বৌদি সুমিত্রা মণ্ডল। তৃণমূলে যোগদানের প্রক্রিয়া চলছে, দাবি অর্জুন সিংহের। সুমিত্রার তৃণমূলে যোগের প্রক্রিয়ায় আপত্তি জগদ্দলেরই তৃণমূল বিধায়কের। যারা তৃণমূলকর্মীদের ফাঁসিয়েছে, তাদের তৃণমূলে জায়গা নেই’। বিজেপির বুথ সভাপতির স্ত্রীর উপস্থিতি নিয়ে আক্রমণে জগদ্দলের বিধায়কের। বিজেপিতেই আছি, দাবি শোভারানির আরেক পুত্রবধূ পূর্ণিমা মণ্ডলের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram