Left Book Stall : বাম দলের বুক স্টলে কেন জ্যোতিষের বই? আলোড়ন
Continues below advertisement
অষ্টমীর সন্ধেয় রাসবিহারীতে বামেদের বইয়ের স্টলে হামলার অভিযোগ!
আর তার প্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনার সাক্ষী থেকেছে শহর।
এবারও বামেদের বইয়ের স্টল নিয়ে বিতর্ক। তবে অন্য কারণে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে, সোদপুর-বারাসাত রোডের ওপর উত্সব উপলক্ষে বইয়ের স্টল দিয়েছে ফরওয়ার্ড ব্লক। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে ফরওয়ার্ড ব্লকের বইয়ের স্টলে রাখা হয়েছে জ্যোতিষের বই। বাম দলের বুক স্টলে কেন জ্যোতিষের বই? এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
Continues below advertisement
Tags :
Left Front Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda North 24 Pargana News ABP Ananda Bengali News Astrology Books Book Stall All India Forward Bloc