North 24 Parganas: বনগাঁ-গাইঘাটায় ২ জনকে গণপিটুনি, মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি ঘুরছে TMCকাউন্সিলর
ABP Ananda LIVE: উত্তর ২৪ পরগণায় (north 24 parganas)একের পর এক জায়গায় গণপ্রহারের ঘটনা। বারাসাত(barasat), অশোকনগর(Ashokebagar), বনগাঁয় এই ঘটনার প্রেক্ষিতে মানুষকে সচেতন করতে এবার বনগাঁয় বাড়ি বাড়ি ঘুরছে তৃণমূল কাউন্সিলর। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বললেন তিনি।
'আমরাও চাই লোকসভা যেন সুষ্ঠুভাবে চলে', 'সংসদের বিরোধীদের যেন বলতে দেওয়া হয়', সংসদ বিষয়কমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, 'আমি প্রোটেম স্পিকার হব না, দল চাইছে না', তৃণমূল চায় না ইন্ডিয়া জোটের কোনও ক্ষতি হোক: সুদীপ। অন্য়দিকে, কাল থেকে শুরু সংসদের অধিবেশন। প্রশ্নফাঁসকাণ্ডে একযোগে সরকারকে চেপে ধরতে তৈরি বিরোধীরা। লোকসভার তৃতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূলের কাছে সংসদ বিষয়কমন্ত্রী। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ কিরেণ রিজিজুর । নিটে বিরাট দুর্নীতি, আমরা ছাড়ব না, হুঁশিয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সংসদে আলোচনার দাবি জানাব: সুদীপ । প্রশ্নফাঁস নিয়ে মোদি-শাহের বক্তব্য কী, জানতে চাইব: সুদীপ । 'সরকার চায় সুষ্ঠুভাবে চলুক সংসদের অধিবেশন' । সুদীপের সঙ্গে সাক্ষাতের পর বললেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু।